নবীনগরে ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 27 September 2022, 202 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তির অভিযোগে অভি চক্রবর্তী (১৭) নামে এক কিশোরকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নাটঘর এলাকা থেকে ১৭ বছর বয়সী ওই কিশোরকে আটক করা হয়।

অভি চক্রবর্তী সরাইল উপজেলার কালিগচ্চ গ্রামের মৃত খোকন চক্রবর্তীর ছেলে। প্রায় ১৫ বছর আগে নাটঘর মন্দিরের পুরোহিতের দায়িত্ব পান খোকন চক্রবর্তী। এরপর থেকে তারা এখানে বসবাস করে আসছেন।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নামাজ নিয়ে স্ট্যাটাস দিয়েছিল নাটঘর গ্রামের মুসলিম পরিবারের সন্তান মো. তুষার। তুষারের স্ট্যাটাসটি ছিলো এরকম,-‘তুমি নামাজ পড়া শুরু কর, নামাজ তোমাকে বদলাতে শুরু করবে ইনশা আল্লাহ’। এই পোস্টের মন্তব্যে নামাজ ও আল্লাহকে নিয়ে কটূক্তি করে অভি চক্রবর্তী।

গতকাল সকালে বিষয়টি নিয়ে গ্রামের লোকজন প্রতিবাদ এবং প্রশাসনকে অবগত করেন। পরে অভি চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘অভি চক্রবর্তী ফেসবুকে সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করেছে। তাই তাকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় অভি চক্রবর্তী নামক এক কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।