ধর্মীয় সামাজিক সম্প্রীতি সুসংহত করতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ধীরেন্দ্র নাধ দত্ত ভাষা চত্তরে আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিক উল্লাহ,ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ বিভুতিভুষণ দেবনাথ, সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিগবাতুল্লাহ নূর, উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি আচার্য, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, সুমেশ চন্দ্র রায়,অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমিন, মাছিহাতা ইউনিয়নের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সফল করতে সকল ধর্মের এবং বর্ণের লোকজনকে একসাথে মিলে মিশে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সারাদেশে সামাজিক সম্প্রীতির মডেল তৈরি করতে হবে। সমাবেশে উপজেলার ১১টি ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।