সরাইলে চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া, 18 September 2022, 99 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে জনস্বার্থ বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

রোববার (১৮ সেপ্টেম্বর) জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের সামনে এই বিক্ষোভ পালিত হয়।

ওই চেয়ারম্যানের নাম কাউছার হোসেন। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান।

এ সময় বিক্ষুব্ধরা বলেন, তারা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করলে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়। পরে তারা বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিক্ষোভ করেন।

তারা বলেন, চেয়ারম্যান কাউছার হোসেন ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির প্রতিকার চেয়ে ওই ইউপির ১২ জন সদস্য সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদন করেছেন। যার অনুলিপি দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়েছে।

বিক্ষোভ সমাবেশে দ্রুত তদন্ত করে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।