সম্প্রসারিত হয়ে আয়তন বাড়ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার

ব্রাহ্মণবাড়িয়া, 13 September 2022, 131 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : দেড়শত বছরের অধিক বয়স ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার। দেশের প্রাচীনতম এই পৌরসভায় দিন দিন জনসংখ্যা বাড়লেও আয়তন বাড়েনি। এবার উদ্যোগ নেওয়া হয়েছে এই পৌরসভার আয়তন সম্প্রসারণ করার। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা সম্প্রসারণ করতে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন পৌর সভার প্রধান নির্বাহী অফিসার মো. আবদুল কুদদুস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, আলামিনুল হক পাভেল, মো. মশিউর রহমান সেলিম ও আবদুর রশিদ। সভায় পৌরসভার কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নগরায়নের ঘোষনা বাস্তবায়ন করতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা সম্প্রসারণ করতে পৌর এলাকার পার্শ্ববর্তী তিনটি ইউনিয়নের কিছু এলাকা পৌর এলাকায় এনে পৌর এলাকাকে সম্প্রসারণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একটি প্রাচীনতম ও ঐতিহ্যবাহী পৌরসভা। জনগনের জীবনমানের উন্নয়নের জন্য পৌরসভার সম্প্রসারণ কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একটি প্রাচীনতম পৌরসভা। এটি ‘ক’ শ্রেণীর পৌরসভা। এই পৌরসভার আয়তন মাত্র ১৮.৫ স্কয়ার কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে এই পৌরসভার সম্প্রসারণ নিয়ে আজ প্রথম সভা করেছি। সেই সভায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কিভাবে সম্প্রসারণ করা যায়, কি প্রস্তুতি নেওয়া যায়, তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলার ইউএনও, এসিল্যান্ড, পৌরসভা এক্সসিআর এবং সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান-মেম্বার রয়েছেন। এই কমিটি আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। সেই অনুযায়ী আমরা নভেম্বরের মাঝামাঝি সময়ে আবার সভায় আলোচনা হবে।

প্রাচীনতম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান জনসংখ্যা দুই লাখের বেশি। এরমধ্যে ভোটার রয়েছে ১ লক্ষ ২০ হাজার ৫০৪জন।