আখাউড়ায় হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া, 12 September 2022, 119 বার পড়া হয়েছে,
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী শরীফ খাঁ হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আখাউড়া উপজেলার চানপুর উত্তরপাড়া গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (৬৫)। অপর আসামি আমানত খাঁকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাঁচ আসামির মধ্যে আমির খাঁ মারা গেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য তিন আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ আগস্ট আসামিরা সীমানা বিরোধের জের ধরে শরীফ খাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাজেদা বেগম পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা করেন। দীর্ঘ যুক্তি-তর্ক শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।