নৌকা বাইচের উচ্ছ্বাসে উত্তাল হয়ে উঠেছিল তিতাস

ব্রাহ্মণবাড়িয়া, 11 September 2022, 136 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অনুষ্ঠিত হয়ে গেল নৌকা বাইচ। করোনা ভাইরাসের মহামারীর প্রভাবে দুই বছর বন্ধ থাকার পর রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে এই নৌকা বাইচের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। নৌকা বাইচ উপলক্ষে দুপুরের পর থেকে শহর, আশপাশ এলাকা ও জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকজন এসে তিতাসের দুইপাড়ে এসে জড়ো হয়। হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় তিতাস পাড়ে।
তিতাস নদীর পৌর এলাকার শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে প্রতিযোগীতা শুরু হয়ে পৌর এলাকার মেড্ডা সরকারি শিশু পরিবার পর্যন্ত (প্রায় দেড় কিলোমিটার) নদীতে প্রতিযোগীতা শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রতিযোগিতায় ১২টি নৌকা অংশ গ্রহণ করে। এরমধ্যে আবদুল আলীর নৌকা প্রথম, জাকির হোসেনের নৌকা দ্বিতীয় এবং মো. সেলিম মিয়ার নৌকা তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগীতায় প্রথম হওয়া নৌকাকে ১ লাখ টাকা, দ্বিতীয় হওয়া নৌকাকে ৬০ হাজার ও তৃতীয় হওয়া নৌকাকে ৩০ হাজার টাকা দেয়া হয়।

বিকেলে মেড্ডা সরকারি শিশু পরিবার পয়েন্টে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও পৌর মেয়র মিসেস নায়ার কবির। অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা, রাজনীতিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।