আদিত্ব্য কামাল : আজ রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নীদতে আবারো আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। তিন জেলার মোট ১৩টি নৌকা প্রতিযোগিতায় অংশ নিবে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের ছয়টি করে এবং কিশোরগঞ্জের একটি নৌকা রয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত নৌকা বাইচ দুপুর ১ ঘটিকায় শিমরাইল কান্দি গাওগ্রাম পয়েন্ট থেকে শুরু হয়ে মেড্ডা সরকারি শিশু পরিবার পর্যন্ত গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম হওয়া নৌকা ৭৫ হাজার টাকা, দ্বিতীয় হওয়া নৌকা ৫০ হাজার ও তৃতীয় হওয়া নৌকা ২৫ হাজার টাকা পাবে।
জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
আয়োজনে সার্বিক সহযোগিতায় আছেন, দারাজ বাংলাদেশ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কম্পানি লিমিটেড ও ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড।