ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ১১ সেপ্টেম্বর

ব্রাহ্মণবাড়িয়া, 31 August 2022, 112 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তারিখটি নির্ধারণ করা হয়। এ সময় জানানো হয়, নৌকা বাইচ নির্বিঘ্নে করতে নদী থেকে কচুরিপানা ও মাছের ঘের অপসারণ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন মো. একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।

সভায় জানানো হয়, ‘দারাজ’ নামে একটি প্রতিষ্ঠান নৌকা বাইচের স্পন্সর করবেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানিসহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।