ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারে মিললো গাঁজা-ফেন্সিডিল-মদ, দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 29 August 2022, 167 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার যোগে পাচারকালে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মাদক দ্রব্যসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর রামরাইল আয়েশা পেট্রোল পাম্পের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

এসময় প্রাইভেটকার হতে ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১২২ বোতল ভারতীয় ম্যাকডোইল হুইস্কি ও ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের মৃত মো. রশিদের ছেলে মো. বাবু (২০) ও একই উপজেলার কামালপুর গ্রামের কামাল মিয়ার ছেলে মো. রাব্বি (১৯)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রাইভেটটি আটক করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ফেন্সিডিল, গাঁজা ও মদ উদ্ধার করা হয়। এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে বিদেশী মদ, ফেন্সিডিল ও মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে।

এই ঘটনা রোববার দুপুরে র‍্যাব বাদি হয়ে জব্দ করা প্রাইকার ও মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।