সরাইলের কালিকচ্ছ ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 24 August 2022, 124 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫’র পনেরই আগস্ট কালরাত্রিতে নিহত সকল শহীদদের স্বরণে গভীর শ্রদ্ধা ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ বুধবার বিকালে কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা, দোয়া মাহফিল আয়োজন করেন কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠণ। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।মোনাজাত পরিচালনা করেন মাওলানা মূফতি বশির আহম্মেদ।

অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিকচ্ছ ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. আমির আলী।

কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. নাজমুল হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য এড. জয়নাল উদ্দিন (জয়), সদস্য এড. মো. মোখলেছুর রহমান, সদস্য মোস্তাফিজুর রহমান, সদস্য কায়কোবাদ।

এছাড়াও এতে বক্তব্য দেন, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল খান, যুগ্ম সাধারন সম্পাদক তকদির হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবু আহমদ মৃধা, আওয়ামী লীগের নেতা রোকেয়া আক্তার, এড. নুরে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য আবু শামীম ছানা, কালিকচ্ছ ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনকর্ম তুলে ধরেন।