সরাইলে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

ব্রাহ্মণবাড়িয়া, 19 August 2022, 231 বার পড়া হয়েছে,

মো.রুবেল মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ ১৯ আগস্ট, শুক্রবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিন শাহরিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর,
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার আওয়াল, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দীকি, সদস্য সচিব মো.নুর আলম।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউনিযন বিএনপি সভাপতি মোঃ কাজল মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া,নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাহার হোসেন মৃধা বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দ্বীন ইসলাম, কালিকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রাজিব মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বিল্লাল মিয়া, সদস্য সচিব মোঃ মনির মিয়া প্রমুখ।

পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।