২ বছর পর কেল্লা বাবার মাজারে ওরস

ব্রাহ্মণবাড়িয়া, 11 August 2022, 133 বার পড়া হয়েছে,

করোনা মহামারির কারণে গেল ২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুরের প্রখ্যাত আউলিয়া শাহ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) প্রকাশ্য শাহপীর কেল্লা বাবার মাজারের ওরস মোবারক বুধবার (১০ আগস্ট) থেকে শুরু হয়েছে। সাত দিনব্যাপী বাৎসরিক ওরস মোবারকের বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে আগামী রোববার (১৪ আগস্ট) দিবাগত রাত ১২টা ১ মিনিটে।

সপ্তাহব্যাপী ওরস এবং মাসব্যাপী মেলাকে কেন্দ্র করে এ ওরসে আগত মাজারের ভক্ত-আশেকান জায়েরিনদের ইবাদত-বন্দেগী, নামাজ, জিয়ারত, কোরআন তেলাওয়াত, মিলাদ, তবারক বিতরণ, মাজার এলাকায় আইনশৃঙ্খলা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড নির্বিঘ্নে পালনে প্রশাসনও নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম (মিন্টু) বলেন, সুষ্ঠুভাবে ওরস উদযাপনে ইতিমধ্যে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তটি নেয়া হয়েছে।

এদিকে ওরস চলাকালীন সময়ে মাজার এলাকায় মাইকে গান বাজনা করলে তা জব্দ করার ঘোষণা দেন মাজার পরিচালনা কমিটির সহসভাপতি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। মাজারে আগত ভক্ত-আশেকানদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি শাহগীর আলম জানান, খরমপুর কেল্লা শাহ বাবার ওরস উপলক্ষে যেকোনো নাশকতা এড়াতে মাজার এলাকায় ৪০টি সিসি ক্যামেরায় সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পুলিশ, র্যা ব, ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪ শতাধিক সদস্য মাজার এলাকার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।