সরাইলের চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 29 July 2022, 180 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৩ নং চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ জুলাই, শুক্রবার বিকালে চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চুন্টা এসি একাডেমী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম অধিবেশন এ চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন এর সভাপতিত্বে ও মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের টিম প্রধান মুজিবুর রহমান বাবুল, এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-১২) ও সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাহ আলম, সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ, যুগ্ম-আহ্বায়ক খায়রুল হুদা বাদল, উপজেলা আওয়ামী লীগের সদস্য এড. সমর চন্দ্র ভৌমিক, সদস্য এড. জয়নাল উদ্দিন জয়, সদস্য সালাহ উদ্দিন পিন্টু, সদস্য মাহবুবুর রহমান, সদস্য আব্দুল রহিম, নাজমা আক্তার প্রমুখ।উক্ত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. নাজমুল হোসেন।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. নাজমুল হোসেন ও সঞ্চালনা করেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-১২) ও সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. নাজমুল হোসেন সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বক্তব্যে বলেন, চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি পদে শেখ মো. হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক পদে এড. আবুল হোসেন নির্বাচিত।

এছাড়াও সম্মেলনে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।