ব্রাহ্মণবাড়িয়ায় ময়লার ভাগাড়ে বাক্স খুলতেই বেড়িয়ে এলো কাটা পা

ব্রাহ্মণবাড়িয়া, 22 July 2022, 182 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় ময়লার ভাগাড় থেকে একটি কাটা পা উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে উদ্ধার করা কাটা পা’ টি জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রতাপ সিংহ জানান, দুপুরে পর থানায় ফোন আসে জেলা শহরের পূর্ব মেড্ডায় তিতাস নদীর তীরে একটি কাটা পা পাওয়া গেছে। এই খবরে থানা থেকে আমাকে সেখানে পাঠানো হয়। সেখানে এক টোকাই কিশোর জানান, ময়লার ভাগাড়ে মাল কুড়ানোর সময় একটি বাক্স সে পায়। বাক্সটি খোলার পর এর ভেতরে একটি পা পাওয়া যায়। বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা থানায় অবগত করেন।

তিনি আরও জানান, পা’টি আনুমানিক একজন ৪০/৪৫ বছরের ব্যক্তির হতে পারে। আমরা তা উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করি। সেখানে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর বিকালে পা’টি মাটি চাপা দেওয়া হয়। -(সরোদ)