সরাইলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 16 July 2022, 107 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৪ জুলাই, বৃহস্পতিবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক সালেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের সাবেক দুইবারের সাংসদ এড. জিয়াউল হক মৃধা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ ছায়েদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউল হক মৃধা বলেন, সাবেক রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাষ্ট্রপতি। আজকে ওনার ৩য় মৃত্যু বার্ষিকীতে আত্মার মাগফেরাত কামনা করছি।