সরাইলে কবির আহমেদ ভূঁইয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় ও সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 11 July 2022, 187 বার পড়া হয়েছে,

মোঃ রুবেল মিয়াঃ সরাইল উপজেলা বিএনপির আয়োজনে আনুষ্ঠানিকভাবে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় ও এক সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় পবিত্র কুরআন তেলওয়াত করেন উপজেলার চুন্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ সেলিম মিয়া ।

১১ জুলাই, সোমবার বিকালে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপুর সৌজন্যে সরাইল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় মাঠ প্রাঙ্গণে এ ঈদ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর।অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।

বিএনপির কেন্দ্রীয়, জেলা, ও জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা সরাইল উপজেলা বিএনপির বর্তমান কমিটির প্রশংসা করেন ঈদ শুভেচ্ছার বিশাল আয়োজন করায় সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুকে ধন্যবাদ জানান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগি সংগঠণ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলের সিনিয়র নেতারা দলীয় বিভিন্ন ইতিহাস তুলে ধরেন।এবং আগামী দিনে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া সকলকে ঈদের শুভেচ্ছা জানান

তিনি বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী মাত্র। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিকে শক্ত করার মধ্য দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে।

তিনি বলেন, দলের জন্যে কাজ করতে হলে বড়সড় পদ পদবি থাকা জরুরি নয়। কর্মীরাও ইচ্ছাশক্তি থাকলে দলের জন্যে কাজ করতে পারে। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে আগামী দিনে নানান স্বপ্নের কথা সকলের উদ্দেশ্যে ব্যক্ত করেন তিনি। এবং সকলের নিকট বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন কবির আহমেদ ভূঁইয়া। এ সময় কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া ২ জন ছাত্রদল নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। মুক্তি পাওয়া ছাত্রদল নেতারা নিজেদের বক্তব্যে তাদের জামিনের ব্যবস্থা করায় আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া ও এড. নুরুজ্জামান লস্কর তপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর।