নাসিরনগর প্রতিনিধি : সাভারে শিক্ষক হত্যা, নড়াইলে শিক্ষক নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলা শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের প্রভাষক নির্মল চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকান, প্রভাষক মাইনুদ্দিন শান্ত, প্রভাষক ক্ষমা রানী রায়, উপজেলা মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান গিলমান, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সৈয়দ ওয়ালীউল্লা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত দাস, গুনিয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার শিক্ষক জাহের মিয়া ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম প্রমুখ।
এসময়ে বক্তারা শিক্ষক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে।
উক্ত ঘটনায় জড়িত দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানানো হয়।