দৈনিক মুক্তির লড়াই কর্তৃক সম্মাননা পেলেন মানবাধিকার কর্মী মোস্তাক আহমেদ খোকন

ব্রাহ্মণবাড়িয়া, 27 June 2022, 160 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মানবিক কাজের স্বীকৃতিস্বরুপ দৈনিক মুক্তির লড়াই সম্মাননা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার মোস্তাক আহমেদ খোকন। তিনি জাতীয় মানবাধিকার সোসাইটি ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক।

রবিবার (২৬ জুন) সন্ধ্যায় রাজধানী ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত কচিকাঁচার মেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ সম্মাননা পদক প্রদান করা হয়।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নজরুল সাহিত্য পরিষদ ও দৈনিক মুক্তির লড়াই এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৭ এর সংসদ সদস্য হাবিবা রহমান খান শেলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্তির লড়াই এর প্রধান উপদেষ্টা, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পীরজাদা শহীদুল হারুন।
আন্তর্জাতিক নজরুল সাহিত্য পরিষদ এর সভাপতি, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, বিশিষ্ট নজরুল গবেষক ও সমাজ বিজ্ঞানী প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এর সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক মুক্তির লড়াই এর সম্পাদক কামরুজ্জামান জনি। সভা পরিচালনা করেন আন্তর্জাতিক নজরুল সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক তৌহিদুল  ইসলাম কনক। এছাড়াও দেশের অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।