নাওড়া-খিলা খালের কচুরিপানা পরিস্কার করা প্রয়োজন

সারাদেশ, 12 June 2022, 99 বার পড়া হয়েছে,
মো. রুহুল আমিন : শাহরাস্তি উপজেলার ডাকাতি নদী থেকে খিলা, বিজয়পুর, ফতেপুর, সোনাপুর, নাওড়া নিজমেহার গ্রামের মধ্যদিয়ে বয়ে চলা নাওড়া-খিলা খাল যা ডাকাতি নদীতে মিলিত হয়েছে। উক্ত নাওড়া-খিলা খালের কচুরিপানা পরিস্কার করা প্রয়োজন। এখন জৈষ্ঠ্যমাসের শেষ আর সপ্তাহান্তে বর্ষা শুরু হবে। ইতিমধ্যে কৃষক ইরিধান কেটে গোলায় তুলেছে। কিছু কিছু জমিতে আউশধান লাগানোর কাজ চলছে। বর্ষা মৌসুমে মুসলধারে বৃষ্টি শুরু হওয়ার আগেই নাওড়া-খিলা খালে কচুরিপানায় খাল ভরে গেছে। এতে প্রাকৃতিকভাবে এই খাল ও মাঠে যে দেশীয় মাছ জন্মে তার প্রজননে বিঘ্ন ঘটছে। তাছাড়া এখনই কচুরিপানা পরিষ্কার করা না হলে আসছে ভরা বর্ষায় খালের দুই পাড়ের পানি ঠিক সময়মত নামতে না পারলে মাঠের ফসলের সমূহ ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। তাই বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে নাওড়া-খিলা খালে জন্মানো কচুরিপানা পরিস্কার করার যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সময়মত কচুরিপানা পরিস্কার করা হলে এই খালে প্রাকৃতিকভাবে জন্মানো মাছের উৎপাদন বাড়বে। তাছাড়াও আসন্ন বর্ষায় এই এলাকার বর্ষা মৌসুমের বৃষ্টির পানি দ্রুত ডাকাতিয়া নদীতে নেমে যেতে পারবে এতে কৃষকগন সমূহ ক্ষতির হাত থেকে  রক্ষা পাবেন। বিষয় টি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় কর্তৃপক্ষ নজরে নিবেন আশা করি।