আমরাই আগামীর চোখ’ এর পক্ষ থেকে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 11 June 2022, 250 বার পড়া হয়েছে,
কোহিনূর আক্তার প্রিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরাই আগামীর চোখ’ এর পক্ষ থেকে প্রতি একটি ভাল কাজের অংশ বিশেষ হিসেবে চলমান ভ্যাপসা গরম থেকে একটু আরামের লক্ষে তৃষ্ণাতুর প্রায় ৫ শতাধিক পথচারীদের মাঝে ঠাণ্ডা শরবত পান করানো হয়েছে।
শনিবার (১১ জুন) বেলা ১১ টা হইতে দুপুর ২ টা পর্যন্ত শহরের ফারুকী পার্ক (অবকাশ) এর সামনে বিভিন্ন পথচারীদের মাঝে এ শরবত বিতরণ করা হয়।
‘আমরাই আগামীর চোখ’ সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দিন সরকার’র দিক নির্দেশনায় এতে উপস্থিত ছিলেন, কোহিনূর আক্তার প্রিয়া, সহ-সভাপতি ‘আমরাই আগামীর চোখ’। সাধারণ সম্পাদক সৈয়দ রুমান। সাংগঠনিক সম্পাদক, মো. নাঈম। অর্থ সম্পাদক, এনামুল হক। দপ্তর সম্পাদক, মোহাম্মদ জসীম। ক্রীড়া সম্পাদক, মুকাদ্দেস। নারী সম্পাদক, খাদিজা সহ কার্যকরী সদস্যগণ।