সরাইলে ৫০কেজি গাঁজাসহ সিএনজি জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়া, 31 May 2022, 178 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৫০কেজি গাঁজাসহ খোকন মিয়া (২২) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৩০ মে) দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত খোকন মিয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপাড়ার আনিস মিয়ার ছেলে। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটো রিকশা জব্দ করা হয়।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে সরাইল উপজেলার কুট্রাপাড়ায় অভিযান চালায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় ৫০কেজি গাঁজাসহ একটি সিএনজি জব্দ করা হয়। গ্রেফতার করা হয় এক মাদক ব্যবসায়ীকে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -(সরোদ)