আখাউড়া উপ বিভাগের ইডিএ ও ইডিডিএদের ওপিওএস মেশিন বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া, 21 May 2022, 207 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ডাক বিভাগ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) কুমিল্লা বিভাগের আয়োজনে আখাউড়া উপ বিভাগের ইডিএ ও ইডিডিএদের ওপিওএস মেশিন বিতরণ ও দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন।
আখাউড়ার খরমপুর কল্লা শহীদ মাঝার কমিটি সম্মেলন কক্ষে আখাউড়া উপ বিভাগের আইপিও বিশ্বজিত দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল আমিনুর রহমান।
বিশেষ অতিথি মুহাম্মদ মোজাম্মেল হক,ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি), কুমিল্লা বিভাগ, সুপার, আলী আমজাদ খান, কুমিল্লা, হাজীগঞ্জের আইপিও মাস্টার ট্রেইনার কাঞ্চন সাহা, সিলেটের আইপিও বাবলু রায়।
আখাউড়া উপজেলা পোস্ট মাস্টার আজহার উদ্দিন, সহকারি পরিদর্শক কোরবান আলী, ব্রাহ্মনবাড়িয়া প্রধান ডাকঘরের ট্রেজারার সোহেল ভূইঁয়া, কসবা উপজেলা ডাকঘরের দায়িত্বপ্রাপ্ত  পোস্ট মাস্টার হাসান খান খাদেম,  ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরের উদ্যোক্তা রিফাত আক্তার, ৭১ টি ডাকঘরের ইডিএ, ইডিডিএসহ দু’জন করে উপস্থিত ছিলেন।
আখাউড়া ডাকঘরের উদ্যোক্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষনার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইডিএ  এসোসিয়েশনের সহসভাপতি বাসুদেবের আফজালুর রহমান রিপন।