বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, 16 May 2022, 174 বার পড়া হয়েছে,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল।

রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান আবতাবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস সালাম, নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক।

উপস্থিত ছিলেন- ৫০ বছর পূর্তি উদযাপন পরিষদের আহবায়ক অধ্যাপিকা নূরুন্নাহার বেগম, প্রধান শিক্ষক নিলুফা আক্তার প্রমুখ।  সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইমতিয়াজ বেগ ইমন।

রোববার সকালে আনন্দ র্যা লি বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্যে  দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, দেশকে এগিয়ে নিতে হলে কারিগরি ও বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের প্রাইভেট নির্ভরতা বাদ দিতে হবে। কারিগরি শিক্ষার অভাবে বহির্বিশ্বে আমাদের শ্রমিকরা নিম্ন বেতনে চাকরি করতে হয়। তাই সঠিক পারিশ্রমিক পেতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই।