ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মুজিবুর রহমান (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে।
সোমবার (৯ মে) বিকেলে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
এর আগে দুপুর দেড় টায় দিকে রামপুরা বাসস্ট্যান্ড এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজিবুর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের আস্কর আলীর ছেলে।
পুলিশ ও উদ্ধারকারীরা জানান, মুজিবুর রামপুরা বাসস্ট্যান্ডে উত্তর পাশের কাজী বাড়ির রাস্তা পাড়াপাড়ের সময় ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস ধাক্কায় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের সার্জারী বিভাগে মুজিবুর মারা যান। লাশটি উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে বাসের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন। ঘাতক বাসটি আটক করা হয়েছে।