ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মানবাধিকার সোসাইটি’র ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 2 May 2022, 176 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মানবাধিকার সোসাইটি সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকের পাড় পৌর কমিউনিটি সেন্টারের সামনে জাতীয় মানবাধিকার সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খোকন এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্দা ওয়াছেল সিদ্দিকী সভাপতিত্বে অসহায় কর্মহীন গরীব দুঃখী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি মোঃ ইসকান্দার মিয়া,জনতার খবর পত্রিকার বার্তা সম্পাদক আদিত্ব্য কামাল, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আঃ সালাম, জাতীয় মানবাধিকার সোসাইটির সহ-সভাপতি মিসেস নুরজাহান বেগম, জাতীয় মানবাধিকার সোসাইটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম শামীম মোল্লা, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি আব্দুর রউফ, শহর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম তৌছির, ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারের৷ পরিচালক,বিল্লাল মিয়া,বিশিষ্ট ব্যাবসায়ী তাজুল ইসলাম, ফরেস্ট বান্দরবান রেঞ্জ অফিসার মোহ বশির, বৈশাখী শিল্পী গোষ্টীর সভাপতি মোহাম্মদ হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী,তৌফিক ও তারেক এছাড়া শহরের গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।