আখাউড়ার মোগড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা পাওয়ার পূর্বশর্ত যেন ঘুষ

ব্রাহ্মণবাড়িয়া, 27 April 2022, 369 বার পড়া হয়েছে,

জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. ফরহাদ মিয়ার নেতৃত্বে ঘুষের রামরাজত্ব চলছে বলে অভিযোগ উঠেছে।

দেরি করে অফিসে আসেন তিনি। তাকে ঘুষ না দিলে কোনো ফাইল নড়ে না এখানে। এছাড়া দালালের দৌরাত্ম্যে অসহায় ও জিম্মি হয়ে পড়েছে সেবাগ্রহীতারা। ঘুষ যেন এখানে সেবা পাওয়ার পূর্বশর্ত হয়ে গেছে। প্রতিটি নামজারির ক্ষেত্রে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের নাম বলে ৩ থেকে ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। কয়েক মাস আগেও আখাউড়া সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মনির উদ্দিন আহমেদ ও উপ-সহকারী কর্মকর্তা সামসুদ্দোহা রিপনের বিরুদ্ধেও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত উপজেলা প্রশাসন তাদের অনিয়মের বিষয়ে তেমন কোনো শাস্তির ব্যবস্থা করেনি। সচেতন মহলের দাবি, সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব অনিয়মের শেল্টারদাতা ও আশ্রয়-প্রশ্রয়দাতা। দুর্নীতির টাকার ভাগ তাদের পকেটেও যায় বলে মনে করেন সচেতন মহল। এধরনের অভিযোগ অস্বীকার করে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এগুলো হওয়ার কথা না। এরকম অন্যায় কাজ যদি করে থাকে সেটা আমি দেখবো’।

মোগড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. ফরহাদ মিয়া দালালের মাধ্যমে হয়রানী করে টাকা আদায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নাম বলে টাকা আদায় করার প্রশ্নের জবাবে বলেন, ‘এগুলো মিছা কথা। আপনার (প্রতিবেদকের) কোনো কথা থাকলে স্যারের (উপজেলা সহকারী কমিশনার,ভূমি) সাথে কথা কইয়েন।’