হাসান আরিফ’র অকাল প্রয়াণে পিস ভিশন বাংলাদেশ এর উদ্যোগে দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া, 17 April 2022, 220 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আরিফ’র অকাল প্রয়াণে সৃষ্টির সেবায় শ্রেষ্ঠার সন্ধানে ও মুক্তিযুদ্ধের চেতনায় মানবতাবাদী সেবামূলক সংগঠন ‘পিস ভিশন বাংলাদেশ’ এর উদ্যোগে স্বরণ, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৩.৩০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার টেংকের পাড় পৌর কমিনিটি সেন্টারের ২য় তলায় ‘দি স্কয়ার ডিজিটাল থার্মাল ফিজিওথেরাপি এন্ড জিম সেন্টার প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নান্দনিক উপস্থাপক আব্দুল মতিন এর সঞ্চালনায় ‘পিস ভিশন বাংলাদেশের সভাপতি এড. শেখ জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কবি আব্দুল মান্নান সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, কবি গীতিকার ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী দেওয়ান মারুফ, ড. ইলিয়াস আহমেদ, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, পিস ভিশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খান, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. আবুল হাসনাত অপু, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার কর্ণধার কোহিনূর আক্তার প্রিয়া, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সোহান মাহমুদ, কমরেড নজরুল ইসলাম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পিস ভিশন বাংলাদেশ এর সহ-সভাপতি মো. নজরুল ইসলাম সানী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান নান্টু, সমাজসেবক আনিসুর রহমান রুবেল, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, পিস ভিশন বাংলাদেশ এর নারী সংগঠক নবকুড়ি কর্মমুখী সংস্থার চেয়ারম্যান জনাবা কোহিনূর বেগম, নোঙর সভাপতি শামীম আহমেদ, অংকুর শিশু-কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল হক রিপন, শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি শফিকুল ইসলাম তপসির, বৈশাখী শিল্পী গোষ্ঠীর মো. হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মোস্তাক আহমেদ খোকন’সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিল মোনাজাত পরিচালনা করেন সোহেল আহমেদ।