বিজয়নগরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 16 March 2022, 222 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে খাদিজা খাতুন (১৫) নামে এক কিশোরী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের বিন্নিঘাট এলাকায় একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খাদিজা উপজেলার ওই এলাকার নুরু মিয়ার মেয়ে ও সাতবর্গ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ঘরের তীরের সাথে গলায় ওড়নায় ঝুলন্ত অবস্থায় খাজিজাকে উদ্ধার করা হয়।তাকে অচেতন অবস্থায় পাশ্ববর্তী জেলা হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক তথ্য তদন্ত সাপেক্ষে বলা যাবে।