আপনেরার খাওন খাইয়া প্রাণডা ফিরা আইছে

ব্রাহ্মণবাড়িয়া, 3 March 2022, 154 বার পড়া হয়েছে,

মোঃ রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আসা প্রায় ১শ ভিক্ষুককে পেটপুরে খাবার খাওয়ালেন এক পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার(৩মার্চ) উপজেলার অরুয়াইল বিএডিসি মাঠে বিভিন্ন এলাকা থেকে আসা ভিক্ষুকদেরকে দাওয়াত দিয়ে রান্না করা খাবার খাওয়ানো হয়।

সরকার নিবন্ধিত গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের সদস্যদের সহযোগিতায় ব্রাহ্নণবাড়িয়া জেলার সরাইল, নাসিরনগর ও কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলা হতে আগত ভিক্ষুকদের জন্য এ খাবারের আয়োজন করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা।

খাবার খেতে আসা কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম মাইজখোলার ভিক্ষুক কুরবুল নেছা(৭০) বলেন,’সহালে কিচ্ছু খাইছি না। ঘুইরা ভিক্ষা করতে করতে পেটবুকের জ্বালায় মইরা যাইবার অবস্থা। দুই চুক্ষে আইন্ধার দেখছি।আপনাদের খাওন খাইয়া প্রাণডা ফিরা আইছে। আল্লাহ আপনাদের বাঁছাক, দোয়া করি।

খাবারের আয়োজনে আর্থিক সহযোগিতাকারী পুলিশ কর্মকর্তা বলেন,’দীর্ঘদিন ধরে মনটা চাইছে ভিক্ষুকদের খাওয়ানোর জন্য। তাঁদেরও ভালো মন্দ খায়তে মন চাই। তাই সামর্থ্য অনুযায়ী গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন সহযোগিতায় ভিক্ষুকদের দুপুরে খাবারের আয়োজন করলাম। একত্রে প্রায় ১শ অসহায় ভিক্ষুককে খাওয়াতে পেরে ভালো লাগছে। মনে শান্তি অনুভব করছি। কারণ এক সাথে এতো অরিজিনাল ভিক্ষুক একত্র করা আমার পক্ষে সম্ভব না।