গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1117655 বার পড়া হয়েছে,
জনতার খবর ডেস্ক : কসবার খাড়েরায় মুহাম্মদ ফতেহ আলী পীর (রহঃ) এর ৬৭তম বার্ষিক উপলক্ষে খাড়েরা ফাতেহিয়া দরবার শরীফে আগামী ৩ ও ৪ মার্চ বৃহস্পতি ও শুক্রবার ২ দিন ব্যাপী ইছালে ছাওয়াবে মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লীদের যোগদান দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফ কর্তৃপক্ষ। মাহফিলের পরিচালনায় থাকবেন আলহাজ্ব শাহ সুফী মাওলানা মুহাম্মদ মোখলেছুর রহমান ও আরজগুজার মুফতী মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান। মাহফিলে দেশবরেণ্য আলেম ও ওলামায়ে কেরামগন উপস্থিত থাকবেন। তাই উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লীদের যোগদান দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফ কর্তৃপক্ষ।