বাঞ্ছারামপুরে রাস্তার পাশে অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 28 February 2022, 260 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের খোষকান্দি দুর্গাপুর গ্রামের রাস্তার পাশে থেকে অজ্ঞাত এক কিশোরের মৃতদেহ করেছে বাঞ্ছারামপুর থানার পুলিশ।
রবিবার সকালে স্থানীরা কিশোরের মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে কিশোরের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা দিয়ে মানুষ বাজারে যাওয়ার সময় এই কিশোর কে বা কারা যেন মেরে ফেলে রেখে গেছে।বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দল রহিম বলেন, এমন ঘটনা আমাদের ইউনিয়নের দুঃখজনক। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ বলেন, কিশোরের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশ ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।