আখাউড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া, 24 February 2022, 264 বার পড়া হয়েছে,

জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয়ে এক যুবককে খুন করা হয়েছে।

বুধবার গভীর রাতে আখাউড়া পৌরশহরের বাইপাস সড়কের পল্লী বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক (৪০) বছর। লাশের গায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, রাতে আখাউড়া বাইপাস সড়ক থেকে টহল পুলিশ রক্তাক্ত ওই যুবকের লাশ উদ্ধার করে।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, অজ্ঞাত লাশের গায়ে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

ওসির ধারণা, ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করার পর তিনি বাঁচার জন্য দৌড়ঝাঁপ করেও বাঁচতে পারেননি। ঘটনাস্থলে ছোপ ছোপ রক্তের দাগ লেগেছিল। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।