ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ দিবসে একুশে পদাবলী শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া, 21 February 2022, 344 বার পড়া হয়েছে,

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় একুশে পদাবলী শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের দিনব্যাপি দিবসটি উপলক্ষে কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিতাস আবৃত্তি সংগঠনের পরিবেশনায় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রুহুল আমিন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকউল্লাহ’র সভাপতিত্বে বাচিক শিল্পী সাংবাদিক মুনির হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

মহান ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারি নিয়ে বাংলাদেশ ও ভারতের কবিদের লেখা কবিতা তিতাস আবৃত্তি সংগঠনের সদস্যরা আবৃত্তি করা হয়। কবিতাগুলোর প্রেক্ষাপট বর্ণনা-কবি সম্পর্কে ধারণা দেয়া-কবিতার সাথে সমিল গানের খন্ডাংশের সুরেলা উপস্থাপন-একক ও বৃন্দ পরিবেশনা পুরো আয়োজনকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলে।