ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 21 February 2022, 201 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা বিচার বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ নানা শ্রেনী পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে শহিদদের প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।

এছাড়াও দিনটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, ভার্চুয়াল আলোচনা সভাসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।