‘তিতাস বন্দনা’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 19 February 2022, 177 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : তিতাস নদীর ঐতিহ্য রক্ষায় লেখনীর মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান।

চল্লিশ জন প্রবীণ ও নবীন কবিদের কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে “তিতাস বন্দনা” শীর্ষক কাব্যগ্রন্থ। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক বিশ্ব গড়ার আহবায়ক, আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি প্রতিরোধ সোসাইটির মহাসচিব আলহাজ্ব ডক্টর শরীফ শাকী।

চেতনায় স্বদেশ গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও কথাসাহিত্যক আমির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, লোকসাহিত্য গবেষক কবি মহিবুর রহিম, সরাইল সাহিত্য ভূবন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আবুল কাশেম তালুকদার, সাহিত্য একাডেমির পরিচালক মন্ডলী সদস্য, কবি ও কথাসাহিত্যিক মানিক রতন শর্মা, আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কবি এম এ হানিফ, কবি ও গল্পকার শৌমিক ছাত্তার।

কবির কলমের সভাপতি মনিরুল ইসলাম শ্রাবণের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবি হুমায়ুন কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রন্থের প্রচ্ছদ শিল্পী রুপম ধর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি মহিউদ্দিন তানভীর ইকরাম, কবি সিরাজুম মুনিরা শশী, কবি মোঃ শরিফ উদ্দিন, কবি সাইমন মৃধা, কবি রিয়াজুল মোর্শেদ মোয়াজ প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের নদী তিতাস। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জীবন ও জীবিকার অন্যতম উৎস তিতাস। ব্রাহ্মণবাড়িয়ার কবি-সাহিত্যিকদের হৃদয়ের স্পন্দন এই তিতাস। আবহমান কাল থেকে এই তিতাস নদীকে উপজিব্যকরে রচিত হয়েছে অনেক ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র। প্রকাশিত হয়েছে বই ও স্মরণিকা। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার এই সময়ের কবিদের কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে “তিতাস বন্দনা” শীর্ষক কাব্যগ্রন্থটি।

বক্তাগণ বলেন, কবি সাহিত্যিকগণ তাদের লেখনীর মাধ্যমে সমাজকে আলোর পথে ধাবিত করেন, ভালো পথে ধাবিত করেন। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলাকে মায়ের মত বেষ্টন করে রাখা ঐতিহ্যবাহী তিতাস নদী নানান স্থানে দখল ও দূষণের শিকার হয়ে তার ঐতিহ্য হারাচ্ছে। বক্তাগণ তিতাস নদী-কে দখল-দূষণ মুক্ত করাসহ এর ঐতিহ্য রক্ষায় ক্ষুরধার লেখনীর মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। গ্রন্থটি যৌথভাবে সম্পাদনা করেছেন কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন ও ছড়াকার হুমায়ুন কবির।