শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ অর্জন করলেন সরাইলের  শিক্ষক রফিকুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া, 30 January 2022, 369 বার পড়া হয়েছে,
সরাইল থেকে মো. রুবেল মিয়া : শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ পদকে ভূষিত হলেন সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক।
গতকাল ২৯ জানুয়ারি আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকাস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ চান মিয়ার সভাপতিত্বে  আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মানে ভূষিত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মোঃ সাদেক সিদ্দিকী।
উক্ত ফাউন্ডেশন গত ৫ জানুয়ারি জুরিবোর্ডের চুড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক মোঃ রফিকুল ইসলাম মানিককে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নির্বাচিত করে এ পুরস্কার প্রদান করে।
এ বিষয়ে রফিকুল ইসলাম মানিকের সাথে কথা বললে তিনি জানান, যে কোন পুরস্কারই মানুষের জন্য অনেক আনন্দের। শেরেবাংলা ফজলুল হকের মতো ব্যক্তিত্বের নামে পুরস্কার এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক গর্বের বিষয়। আমাকে এ সম্মানে ভূষিত করায় আমি আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।