ব্রাহ্মণবাড়ীয়ায় সরাইল উপজেলার দেওড়া গ্রামে সরকারের করোনা ভাইরাস সংক্রমবৃদ্ধিতে জারিকৃত প্রজ্ঞাপনের বিধি নিষেধ মেনে সীমিত পরিসরে সল্প মানুষের উপস্থিতিতে তৃপ্তি ফুড প্রোডাক্ট প্রেজেন্ট “দেওড়া প্রিমিয়ার ক্রিকেট লীগ-ডিপিএল”এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ব্রাহ্মণবাড়ীয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক সাংসদ,বরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব এ্যাড জিয়াউল হক মৃধা। সমাজসেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী জনাব আরমান মিয়ার সভাপতিত্বে ও হাবিবুল হক রাজ্জি’র উপস্থাপনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপ-সহকারী প্রৌকশলী জনাব আফসার উদ্দিন আহমদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাঈনুল আহসান তুষার। শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আব্দুর রহিমের প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা জনাব সোহাগ হোসেন, ভূমিকর্মকর্তা জনাব আলমগীর মিয়া চৌধুরী, সেচ্ছাসেবক লীগ নেতা জনাব সারোয়ার আহমেদ চৌধুরী, দি এশিয়ান এইজ পত্রিকার জয়েন্ট নিউজ এডিটর জনাব সুজন মিয়া,স্বাস্থকর্মকর্তা গোলাম জিলানী, ব্যাবসায়ী সুমন খাদেম,৭নং ওয়ার্ড মেম্বার জবাব আলীরাজা, ৮নং ওয়ার্ড মেম্বার জনাব লতু মিয়া,৯নং ওয়ার্ড মেম্বার জনাব আপন মিয়া প্রমুখ। পূর্বে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মাষ্টার বাড়ী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহবাজপুর এসএসসি ব্যাচ-২১।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ বলেন “সংস্কৃতিকে বিনিষ্ট করতে যে পাঁয়তারা চলছে তার বিরুদ্ধে সবাইকে জাগ্রত থাকতে হবে। একসময় লোকগীতি হতো,লালনগীতি হতো,সুফি সাধনা হতো,ভাওয়াইয়া,জারি-সারি গান হতো এখনকার দিনে এগুলো বিলীনের পথে” এছাড়াও বক্তারা সবাইকে সামাজিক বিধি নিষেধ মানতে ও মস্তিষ্ককে সতেজ রাখতে ঘরে বইয়ের সাথে লেগে থাকসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে অতিথিবৃন্দগণ ও বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে কৃতি ক্রীড়াবৃদদের পুরষ্কৃত করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব আর এ কে শাহীন। আয়োজক কমিটির সদস্যগণের মধ্যে জনাব আজম চৌধুরী, রাহিম চৌধুরী, নিয়াজ চৌধুরী, সোয়েব আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।