ব্রাহ্মণবাড়িয়ায় ভোরের সাথী সংগঠনের আয়োজনে চাল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 5 April 2024, 24 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাম্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ভোরের সাথীর চাউল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ৫ এপ্রিল টেংকের পাড়ে ব্রাম্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ভোরের সাথী প্রতিষ্ঠাতা নাজমুল হক সহ মৃত এবং জীবিত সকল সদস্য গনের জন্য দোয়া মাহফিল শেষে সুবিধা বঞ্চিত ১০০০ লোকের মাঝে চাউল ও ঈদ সামগ্রী বিতরন করা হয়।
ভোরের সাথীর সভাপতি আতিকুল হক আতিক সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে চাউল ও ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন। ভোরের সাথীর সভাপতি আতিকুল হক আতিক বলেন, এই সংগঠনটি ২০০২ ইং সনে আমার ভাই নাজমুল হক প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটি হাঁটাচলা ও শরীরচর্চার পাশাপাশি প্রতি বছর ফ্রী মেডিকেল ক্যাম্প, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বৈশাখী উৎসব, পিঠা উৎসব, বনভোজন সহ বিভিন্ন সময়ে জাতীয় দিবস গুলিতে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। দুর্যোগ মোকাবেলায় অসহায় ও দরিদ্র
জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে আমাদের সংগঠন সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে ব্রাম্মণবাড়িয়ায় বৃহৎ সামাজিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। সংগঠনের কার্জক্রম লোকনাথ দিঘির গন্ডি পেরিয়ে জেলা ব্যাপি ছড়িয়ে পরেছে। যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত। নাজমুল হক এর তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার ৫ এপ্রিল।  আমরা উনার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চাইছি।
সংগঠনের যে সকল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় আজকের চাউল ও ঈদ সামগ্রী বিতরণ সুষ্ঠ ভাবে সম্পুর্ন হয়েছে তাদের মধ্যে অন্যতমরা হলেন, জাহাঙ্গীর কবির খান দুলাল, শাহআলম খন্দকার, ফয়সাল আহমেদ ওয়াকার, আসিফ ইকবাল, আব্দুল্লাহ ভুইঁয়, জাকারিয়া মাসুদ নোয়াব, আল-মামুন সরকার, এডভোকেট সুভাষ দেব নাথ, সবুর মিয়া, সুভাষ দাশ, আব্দুল মান্নান, আলি মাসুম,আল-আমীন, আক্তার হোসেন, মোফাজ্জল হোসেন, মোহাম্মদ হোসাইন , মনির আহাম্মদ ডেস্টিনি , সুচি, মনির খন্দকার, আজীম সাহিন, রুমেল, ইমরান, সানি, জাকির, আনিছ মতিউল কবির, মানিক, কামাল, মামুন, সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান খান, মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান
হিমেল প্রমুখ।