ব্রাহ্মণবা‌ড়িয়ায় লেখালেখি আবৃ‌ত্তি উপস্থাপনা কর্মশালা উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 4 May 2022, 234 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় (কলেজপাড়া-রেললাইনসংলগ্ন) মদিনাতুত তাহফিজ একাডেমি আয়োজিত ও আদ-দাঈ সাহিত্য একাডেমি পরিচালিত “সাহিত্য-সাংবাদিকতা-লেখালেখি ও উচ্চারণ-আবৃত্তি-বক্তৃতা কর্মশালা-২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ বুধবার। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও কলামিস্ট জাকির মাহদিন।

এতে উপস্থিত ছিলেন উপস্থাপক ও প্রশিক্ষক আমির হামজা আল জামি, দেশ দর্শন ব্যুরো চীফ খায়রুল আকরাম খান, দৈনিক মানব কণ্ঠের সরাইল প্রতিনিধি ও কালিকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ মো. ইব্রাহীম, তরুণ ওয়ায়েজ ও মুফাস্সির মাওলানা মাহমুদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তোফাজ্জল হোসেন, মদিনাতুত তাহফিজ একাডেমির সভাপতি মো. নুরুল ইসলাম খন্দকার, সেক্রেটারি আব্দুল বাসেত, পরিচালক হাফেজ কারী ইমরান হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, এ কর্মশালাটি চলবে আগামী এক সপ্তাহ। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের আরো ক’জন লেখক, কলামিস্ট, সাংবাদিকের প্রশিক্ষণ দেয়ার কথা রয়েছে। বিস্তারিত তথ্য ও যোগাযোগ: 01786-014543, 01747-665793