
অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার ০২ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও পর্যায়ের ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২শতাধিক শিক্ষার্থীদের মাঝে ৮হাজার ৩০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
কসবা পরিষদ চত্ত্বরে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম। কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ ভূইয়া, পাওয়ারগ্রীড (পিজিসিবি) উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয় প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৪ হাজার ৮০০ ও পাওয়ারগ্রীড (পিজিসিবি) এর উদ্যোগে ৩ হাজার ৫০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা উপজেলার ৭৬টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার ১২শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।