ভূয়া ও হাতুড়ে ডাক্তার রতনের বিরুদ্ধে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন, দিলেন মুচলেখা

ব্রাহ্মণবাড়িয়া, 21 March 2025, 39 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চম্পকনগর বাজারের হাতুড়ে ভূয়া ডাক্তার রতন বিশ্বাস মুচলেখা দিয়েও রক্ষা পেলেন না। এবার তার বিরুদ্ধে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য প্রশাসন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে তদন্ত কমিটির বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ভূইয়া।
উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আলম স্বপ্নকে সভাপতি ও মেডিক্যাল অফিসার ডা. হাসিফকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা উল্লেখ আছে।
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. সুমন ভূইয়া বলেন, রতন বিশ্বাস মুচলেখা দিয়ে পাড় পাচ্ছেন না। কারন একটি তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে আইনী ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া জানান বলেন, রতনের অপচিকিৎসার।বিরুদ্ধে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে। খুব শীঘ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, রতন বিশ্বাস চিকিৎসক নাম ব্যবহার করে অজয় মেডিকেল হলে রোগীদের থেকে ১০০ টাকা ভিজিট নিতেন এবং সে সার্জন, গাইনি চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ ও সর্বরোগের চিকিৎসা দিয়ে থাকতেন। রতন একজন ডিপ্লোমাধারী। বাংলদেশ মেডিকেল আইন অনুযায়ী রতন চিকিৎসকের নাম ব্যবহার করে চিকিৎসা দিতে পারেননা।
বিজয়নগরের কাঞ্চনপুরের শফিকুল ইসলামের ছেলে মাইনুল (১০) নামের এক শিশুর পায়ে ফোড়ার ভুল চিকিৎসা দিলে পরে রোগীকে ব্রাহ্মণবাড়িয়ায় এক অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে ভূয়া হাতুড়ে ডাক্তার রতন বিশ্বাসের গোমড় পাশ হয়।