গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1167250 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোমবার ভোর চারটার দিকে বাস উল্টে গোপীকান্ত ঘোষ (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। নিহত গোপীকান্ত নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, প্রাইমারী স্কুল এ সামনে রাস্তার উপর সিলেটগামী মামুন স্পেশাল পরিবহনের বাস সরাইলের বৈশামুড়া এলাকার সড়কে উল্টে যায় বাসটি। গাড়ীর চালক বেপরোয়া ও দ্রুত গতিতে গাড়ী চালিয়ে নিয়ন্ত্রন হারানোর কারনে রাস্তার উপর পরে যায় বাসটি। এ সময় তিন যাত্রী আহত হলে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর গোপীকান্তকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।