ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে। নিহত অটোরিকশাচালক আরাফাত (১৬) নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের এনতাজ মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বড়িকান্দি গনিশাহের মাজার থেকে দুজন ছিনতাইকারী যাত্রীবেশে অটোরিকশায় উঠে তাদের মাঝিয়ারা জীবনগঞ্জ বাজারে নামিয়ে দেওয়ার কথা বলে। জীবনগঞ্জ বাজারে যাওয়ার পর ছিনতাইকারীরা চালককে অনুরোধ করে তাদের রতনপুর গ্রামে নিয়ে যেতে। চালক তাদের কথায় রাজি হয়ে খাগাতুয়া গ্রামে নিয়ে গেলে যাত্রীবেশে থাকা ওই ছিনতাইকারীরা অটোরিকশাচালক আরাফাতকে ছুরি দিয়ে তার পেটে আঘাত করে অটোরিকশাসহ ও তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন আহতাবস্থায় আরাফাতকে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের বাবা এনতাজ মিয়া জানান, আমার দুটি যমজ ছেলে। এক ছেলে প্রবাসে রয়েছে, সেও প্রবাসে যাওয়ার জন্য গত কয়েক দিন আগে পাসপোর্ট করে এনেছে। হঠাৎ করে এমন হলো। আমি এ হত্যার বিচার চাই।
নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং খুনিদের গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে।