ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার ছুটিতেও স্কুল খোলা, উৎসবের সর্বজনীনতা ব্যাহত  

ব্রাহ্মণবাড়িয়া, 23 October 2023, 151 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার সরকার ঘোষিত ছুটিতেও কিন্ডারগার্টেনে শ্রেণী কার্যক্রম এবং কোচিং চলছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘরে অবস্থিত প্রফেসি কিন্ডারগার্টেনের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা, এবং ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ছুটি থাকলেও কিন্ডারগার্টেনটি শিক্ষার্থীদের স্কুলে আসতে বাধ্য করছে।
জানা গেছে গতকাল দূর্গাপূজার অষ্টমী এবং নবমী উপলক্ষে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিন্ডারগার্টেনটি শ্রেণী কার্যক্রম ও কোচিং পরিচালনা করেছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা পূজার ছুটি এবং সর্বজনীন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন হিন্দু ধর্মাবলম্বীগণ।
তারা বলেন দূর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, বরং এখন তা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে যে কারণে সরকার দূর্গাপূজা উপলক্ষে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দিয়েছে। তারা এই ছুটি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য জানিয়ে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম শেখ বলেন।
উল্লেখ্য, প্রফেসী কিন্ডারগার্টেনের বিরুদ্ধে আগেও সংখ্যালঘুদের সরকার ঘোষিত ধর্মীয় ছুটির দিনে শ্রেণী কার্যক্রম ও কোচিং চালু রাখার অভিযোগ পাওয়া গেছে।