আখাউড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় আটক-৩৬

ব্রাহ্মণবাড়িয়া, 7 May 2023, 51 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ায় ঘটনায় আসামিদের আটক করতে এলাকায় চলছে পুলিশের সাঁড়াশি অভিযান।

উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর ও তার আশপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শনিবার (৬ মে) বিকেল পযর্ন্ত ৩৬ জনকে আটক করা হয়েছে। মূল আসামিদেরকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গতকাল শুক্রবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করলে সংঘবদ্ধ মাদক কারবারিরা পুলিশ সদস্য খায়রুলের উপর আক্রমণ চালায়। এক পর্যায়ে তার পেটে ও মাথায় ছুরিকাঘাত করে। এ ঘটনায় রাত থেকে বিকেল পযর্ন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. আসাদুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শিবনগর গ্রামের চিহ্নিত এক মাদক কারবারি সেলিম মিয়ার বাড়িতে মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় সেলিম মিয়া ও তার সহোযোগিরা অতর্কিতভাবে হামলা করে বসে পুলিশ সদস্যদের ওপর। এক পর্যায়ে কনস্টেবল খায়রুল ইসলামের পেটে ও মাথায় ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। পরে আহত খায়রুলকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে আহত পুলিশ কনেস্টেবল খায়রুল ইসলাম শঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করা হয়েছে। মাদক কারবারি সেলিমসহ অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।