পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা সেই যুবক আটক

সারাদেশ, 26 June 2022, 137 বার পড়া হয়েছে,

নবনির্মিত পদ্মা সেতু খুলে দেওয়ার পর এর রেলিংয়ের নাট-বল্টু খুলে হাতে টিকটক বানিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া সেই যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ রবিবার সন্ধ্যায় (২৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া ওই যুবকের নাম বায়েজিদ তালহা। তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে সিআইডি।

রোববার কাইসার ৭১ নামক একটি টিকটক অ্যাকাউন্টের লোগো লাগানো ৩৬ সেকেন্ডের সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুটি নাট খুলছেন। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডানহাতে নেন এবং আবার বাহাতের ওপর রাখেন।

নাট দুটি খুলে হাতের ওপর রেখে বলেন, ‘এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।’ এ সময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘নাট খুলে ভাইরাল করে দিয়েন না।’