ব্রাহ্মণবাড়িয়ায় বছরের প্রথম দিনে জন্ম নেওয়া শিশু পড়বে শুভসংঘের পোশাক

ব্রাহ্মণবাড়িয়া, 29 December 2021, 354 বার পড়া হয়েছে,

নতুনকে স্বাগত- এ শ্লোগানকে সামনে রেখে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া শুভসংঘ। বছরের শুরুর দিনে জন্ম নেওয়া শিশুরা পাবে শুভসংঘের দেওয়া নতুন পোশাক। বুধবার জেলা সদরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শুভ সংঘের উদ্যোগে প্রায় ১০০ পোশাক বিতরণ করা হয়। শুভসংঘের এমন উদ্যোগে ব্যাপক প্রশংসা কুড়ায়।

বেলা ১২টায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ।

হাসপাতালের তত্বাবধায়কের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নারী নেত্রী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিমেল খান, গাইনি বিশেষজ্ঞ ফৌজিয়া আক্তার, বিডি অ্যানিমেল হেলথ এর চেয়ারম্যান মো. রাসেল আহমেদ।

শুভসংঘের সভাপতি মো. হেদায়েতুল আজিজ মুন্নার সভাপতিত্বে ও কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রানা নুরুস সামস, বিডি অ্যানিমেল হেলথ’র ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজুল ইসলাম, কৃষিবিদ মো. মোকাম্মেল হক, শুভসংঘের চয়ন বিশ্বাস, মো. শাহাদৎ হোসেন প্রমুখ।

একই সময়ে গাইনি বিশেষজ্ঞ ডা. ফৌজিয়া আক্তার ও ডা. জিনান রেজার হাতে পোশাক তুলে দেওয়া হয়।
বিডি অ্যানিমেল হেলথ নামের একটি ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান এ পোশাক উপহার কর্মসূচির পুরো অর্থায়ন করেছেন। উপহার হিসেবে দেওয়া এসব পোশাকের মধ্যে ছিলো একসেট করে শীতের জামা, প্যান্ট, টুপি, হাত ও পায়ের মোজা।
পরে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মতিউর রহমান, সহকারি পরিচালক আসমা হাসান, সহকারি পরিচালক মো. মোস্তফা কামাল, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, মাতৃ সদনের চিকিৎসক শিরিন সুলতানা, মধ্যপাড়ার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালের ম্যানেজার মো. মোবারক হোসেনের হাতে পৃথক আয়োজনের মাধ্যমেক নতুন পোশাক তুলে দেওয়া হয়।এছাড়া বিভিন্ন ক্লিনিক, ডা. মারিয়া পারভীন, ডা. মোহিনী বেগম, ডা. আইরিন হকসহ কয়েকজন চিকিৎসকের হাতে পোশাক তুলে দেওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ তার বক্তব্যে বলেন, ‘এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও ব্যতিক্রম। এটাকে অনেকে ফলো করবে। এভাবে ভালো কাজের মধ্য দিয়ে একটি সুন্দর দেশ গড়ে উঠবে।’
নারী নেত্রী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত বলেন, ‘জন্ম নেওয়ার পর একটি শিশুর জন্য উপহার প্রস্তুত রাখার বিষয়টি সত্যিই খুবই আনন্দের বিষয়। শুভসংঘের এমন ব্যতিক্রম উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে।

পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মতিউর রহমান বলেন, ‘এমন উদ্যোগের কারণে আমার মাথায়ও একটি পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। আমাদের সেবা কেন্দ্রগুলো থেকেও প্রতিদিন নতুন পোশাক দেওয়া যায় কিনা সে বিষয়টি ভাবা হচ্ছে।
বিডি অ্যানিমেল হেলথ লিমিটেডের চেয়ারম্যান রাসেল আহমেদ বলেন, ‘শুভসংঘ এ ধরণের শুভ কাজে আমাকে সম্পৃক্ত করায় কৃতজ্ঞতা। ভবিষ্যতে এর পরিধি বাড়িয়ে উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া কিংবা প্রতি মাসের প্রথম দিন করা যায় কিনা সেটা চিন্তা করা হচ্ছে। (সরোদ)