ব্রাহ্মণবাড়িয়ায় ৮,২৬,৫০০ টাকার ভারতীয় অবৈধ মাদকদ্রব্য আটক

ব্রাহ্মণবাড়িয়া, 13 December 2024, 11 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিন পৃথক পৃথক অভিযানে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিওপির চৌকস টহল দল সীমান্তবর্তী এলাকায় ৮,২৬,৫ টাকার ভারতীয় অবৈধ মাদকদ্রব্য আটক করেন।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিন পৃথক পৃথক অভিযানে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিষ্ণপুর এবং আজমপুর বিওপির চৌকস টহল দল সীমান্ত পিলার ২০১২/৬-এস, ২০১৩/এমপি ও ২০১৮/৪-এস হইতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পশ্চিম কালাছড়া ও বিষ্ণপুর এবং আখাউড়া উপজেলার কাশিনগর নামক এলাকায় পৃথক ৩টি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত বিশেষ অভিযান পরিচালনা করে ১,৫০০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ বোতল ইস্কফ, ৯৬ কেজি গাঁজা এবং ২ বোতল বিয়ার আটক করে।
আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৮,২৬,৫০০ টাকা। আটককৃত মাদকদ্রব্য সমূহ ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস (২৫ বিজিবি মিডিয়া) বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।