মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি : ব্রাহ্মণবাড়িয়ার টিএরোডে প্রায় ৮ শতক জায়গা লীজ নিয়ে অর্ধশত বছর যাবৎ ভোগদখল করে আসলেও কৌশলে লীজ বাতিল করে সম্প্রতি উক্ত যায়গায় ভুমি কল্যান সমিতির নামে লীজ দেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী আশরাফুল হুদা ।
তিনি জানান তাদের পৌত্রিক যায়গার সামনের অংশে লীজের জায়গা ছিল। যেটি তার দাদীর নামে লীজ নেয়া ছিল। লীজ নবায়ন করার জন্য বার বার আবেদন করলেও ভুমি অফিস তাতে সাড়া দেয়নি।লিজ নবায়নের জন্য আমারা এত বছর ধরে আবেদন করেছি তারা নবায়ন না করে ক্ষমতার অবব্যাবহার করেছে। আমার বাসায় আমি গ্রীহবন্দী। ভুমি অফিসের লোকজনের যোগসাজসে মেয়াদ পূর্তি আগেই ভুমি কল্যান সমিতির নামে তা লীজ দেয়া হয়।
ভুক্তভোগী আশরাফুল হুদা আরও বলেন, বিষয়টি সহকারী কমিশনার ভুমিকে জানালে তিনি জানান আমি অন্যত্র বদলি হয়ে গেছি। গত ১লা এপ্রিল দুপুরে শাহাজাহান মিয়া, বাবু মিয়া গং তার মালিকানাধীন তফসিল বর্ণিত গোডাউন ভংচুর করে। বাড়ির আসা যাবার রাস্তা বন্ধ করে সীমানা প্রচীর দেয়ায়, পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়ার কথা জানালেন- আশরাফুল হুদা ।
এতে বাধা প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষের লোকজন। এতে নিরাপত্তাহীনতায় ভূগছে ঐ পরিবারটি। আমার বাসা থেকে বের হবার কোন রাস্তা নেই।