ব্রাহ্মণবাড়িয়াসহ ৫ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের বিশেষ টিম

ব্রাহ্মণবাড়িয়া, 6 July 2023, 129 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়াসহ সিলেট বিভাগের চার জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ‘অপারেশন রোবাস্ট প্যাট্রল’ শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

বিশেষ এ অভিযান ঈদ পরবর্তী সময়ে বৃহত্তর সিলেটে অপরাধীদের অপতৎপরতা ঠেকাতে বেশ সহায়তা করছে বলে জানিয়েছে র‌্যাব। জেলাগুলো হচ্ছে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া।

৬ জুলাই, বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম সই করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সব সময়ই অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র‌্যাব। অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে আমরা জনসাধারণের পাশে রয়েছি।

র‌্যাব বলছে, গতানুগতিক টহলের চাইতে আরও শক্তিশালী ‘অপারেশন রোবাস্ট প্যাট্রল’। টহলের পাশাপাশি এসব রোবাস্ট পেট্রোল’ টিম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।